বৈশাখ বিলাস
- যাযাবর জীবন
একটু ঝড়ো বাতাস
টাপুর টুপুর আম পড়ার শব্দ
দামাল ছেলেমেয়েদের বৃষ্টিতে ভিজে আমকুড়ানো বৈশাখ;
সেই সোনাদিন গুলো আজ কোথায় হারিয়ে গেছে?
জড় জঞ্জালের নগর সভ্যতা ছিনিয়ে নিয়েছে আমকুড়ানো শৈশব।
আজো বৈশাখী ঝড় বয়ে যায় ইটকাঠের নগর জুড়ে
পুরনো পিড়ি জানালা খুলে নস্টালজিয়ায় ভোগে
আম কুড়ায় মনোজগতে;
নতুনেরা এসি ছেড়ে ভার্চুয়াল জগতে
কাসুন্দি মাখা কাঁচা আমের স্বাদ, তারা কি জানে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন