বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫



ভুল
- যাযাবর জীবন

চশমাটা নিল, নিল
ঐ যে কাকে নিয়ে নিল
আমি চিলের পেছনে দৌড়ে মরি
আমার চোখ গেল
তোকে দেখব কি করে রে হতভাগিনী
আমার চশমাটা যে হারিয়ে গেলো!

সবই হারিয়ে যায় জীবন থেকে
ইচ্ছা আর অনিচ্ছায়
সময়ের ভুল পথে সময় হারায়
মানুষ'কে ভুল বুঝে মানুষ হারায়
ভুল ভালোবাসায় প্রেম হারায়
দুঃখের ডানায় ভেসে সুখ হারায়
অসুখে ধুঁকে ধুঁকে জীবন হারায়;

সহজ সমাধানগুলো আমাদের চোখের সামনে হাতছানি ডাকে
সাদা চোখে চেয়ে দেখার অপেক্ষায়;
কি লাভ?
আমরা চোখে রঙ্গিন চশমা লাগিয়ে সহজ জীবনটা'কে ঘোলা দেখি
আমরা সাদা চোখ রেখে ক্যামেরার ভিউ ফাইন্ডারে তাকিয়ে থাকি
ক্রমাগত দৌড়ে বেড়াই ভুলের পেছনে ভুল পথে
আমি ভুল না করলে চিলে কি করে চশমা নেবে?
আরে আরে!
আমার চশমাটা কাক এ নিল রে
তোকে দেখব কি করে?









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন