কবিতা
- যাযাবর জীবন
একটা গল্প লিখতে শুরু করেছিলাম
তোকে নিয়ে;
তোর দুঃখ
তোর কষ্ট
তোর রাগ
তোর অভিমান
তোর ছেলেমানুষি
তোর ভালোবাসা
আমাদের প্রেম
ইত্যাদি ইত্যাদি;
অনেক বার চেষ্টা করেছি একটা গল্প লেখার
তোকে নিয়ে,
হয়ে আর ওঠে নি;
আমার কি করার আছে বল?
তোকে নিয়ে গল্প লিখতে বসলেই কবিতা হয়ে যায়!
তুই যে নিজেই বিশাল এক খাতা কবিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন