মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

বৈশাখ



বৈশাখ
- যাযাবর জীবন

আজকে পাখি ডাকতেই সূর্য লাল
চোখ মেলতেই ভোর লাল
আয়নায় নজর পড়তেই চোখ লাল
ঘর থেকে বের হতেই দুচোখে লালের ধাক্কা
আজ হলোটা কি?
চারিদিকে যতদূর চোখ যায় শুধুই লাল শাড়ী;

চৈত্রের আগুন বৈশাখে নিভবে কি?
একটা ঝড় আসুক আমাদের ধুয়ে নিতে
শরীর আর মনের সমস্ত কালিমাগুলোকে
তারপর নাহয় নতুন বছরে নতুন জীবন গড়ি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন