মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫

পিছু ডাক



পিছু ডাক
- যাযাবর জীবন

কোথাও গেলেই তোর কথা মনে পড়ে
কোথাও গেলেই তোর ডাক কানে বাজে;

পাহাড়ে যাই পাহাড় ডাকে তোর সুরে
নদীতে যাই স্রোত ডাকে তোর সুরে
সমুদ্রে গেলে ঢেউ ডাকে তোর সুরে
গাঁয়ের মেঠো পথে হেঁটে যেতে
পাখির ডাকে তোর ডাক;
চমকে ফিরে চাই
এদিক ওদিক তাকাই
কোথাও তুই নেই
শূন্যতায় শুধুই ভ্রম,
কোথাও যেতে পারি না
তোর পিছু ডাকে;

বড্ড ইচ্ছে করে
তোকে নিয়ে একবার সমুদ্রে যাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন