শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

ই-বুক



ই-বুক
- যাযাবর জীবন

ঝড়ো বাতাস
টুপ টাপ আম পড়ছে
আমতলায় বাচ্চাদের হৈ হৈ ছুটোছুটি
এই নামলো ঝুম বৃষ্টি
বাচ্চাগুলোর হুল্লোড় ঝাপাঝাপি
কাঁদায় মাখামাখি
সেই দিনগুলো আজ কোথায়?
স্বপ্ন দৃশ্যগুলো আজো রয়ে গেছে আমার মাথায়।

আজো ঝড় হয়
আম পড়ে
বৃষ্টি ঝরে
শুধু ছোট ছোট বাচ্চাগুলোর ছেলেবেলা
হারিয়ে গিয়েছে কম্পিউটার মনিটরে।

বৈশাখের রৌদ্র দুপুরে বেল দিয়ে টক আমের ভর্তা
কিংবা তেঁতুল দিয়ে মুচি ভর্তা
কাড়াকাড়ি হাতচাটা,
এক সময় ইতিহাস হয়ে রবে আদি যুগের
বই নামক ছাপা অক্ষরে,
অধুনা ই-বুকে হয়তোবা এগুলোর কিছু বর্ণনা রয়ে যাবে;
সে যুগের বাচ্চাগুলো হয়তো একসময় ই-বুকে চোখ বুলিয়ে বলবে
দাদা পরদাদারা
কি সব ফানি কাজ করত, কাঁদায় গড়াগড়ি; ইয়াক;
কি সব অদ্ভুত সব খাবার খেত; মুচি ভর্তা; OMG!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন