বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫

ঘুমঘোরে রঙ্গিন স্বপ্ন




ঘুমঘোরে রঙ্গিন স্বপ্ন

- যাযাবর জীবন

ফিঙ্গে রঙের ঘুমে কোকিল পরীটা স্বপ্নে বসতেই
কাকের ডানায় ভর দিয়ে মন উড়ে তোর ঘরে
তোর আগমন কেন শুধুই ঘুমঘোরে?
বৌ কথা কও এর মধুর ডাক কানে যেতেই
ঘোলাটে জন্ডিস রঙের বিচ্ছেদ আমায় জড়িয়ে ধরে
স্বপ্ন ভাংতেই সূর্য চোখের পরে;

কে সত্যি বলতো দেখি?
তুই না স্বপ্ন?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন