হিসাব
- যাযাবর জীবন
আমি একজন স্বার্থপর মানুষ,
আমার বেঁচে থাকা খুব একান্ত ছেলেমানুষী কিছু স্বপ্ন দেখে
খুব নিজস্ব কিছু স্বপ্ন নিয়ে
খুব আপন কিছু স্বপ্ন ঘিরে
ভালো আর মন্দের মেশানো একঘেয়ে জীবন ঘিরে;
আমি এক স্বার্থপর মানুষ,
কোন এক দিন হুট করে মরে যাব
প্রিয়জনদের কাঁদিয়ে
তারপর ঘুমিয়ে রইব মাটির নীচে একলা ঘরে;
মানুষ মাত্রই স্বার্থপর প্রাণী
মানুষ মাত্রই স্বপ্ন দেখে
মানুষ মাত্রই হুট করে মরে যায় হর হামেশায়
সময়ে আর অসময়ে
কারণে আর অকারণে;
আমি আবার ঘুম ভেঙ্গে উঠবো
পুনরুত্থানের দিনে
সেদিন হয়তো আরও বেশী স্বার্থপর হয়ে যাব
চিনব না এ ভুবনের কাওকেই
চিন্তিত এক সময় কাটাবো শুধুই নিজেকে নিয়ে;
আমার হিসাব তো আমাকেই দিতে হবে
শুধুই আমাকে,
ভালো বা মন্দ যাই করেছিলাম এক জীবনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন