শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

বস্ত্র



বস্ত্র

- যাযাবর জীবন

নারী বলে সাম্যের কথা
সুর মেলায় নর
তুমি আমি সমানে সমান
বাহির কিবা ঘর;
লেখা পড়া কিবা চাকরি
টক্কর সমানে সমান
হোক বিবাহ কিংবা বিচ্ছেদ
অধিকার তাতেও হয়েছে আজকাল প্রায় সমান;
শুধু পরিধানের বস্ত্রে কেন এত ফারাক?
হে নারী!
নর আপাদমস্তক কাপড়ে থাকে ঢাকা
নারী'র সংক্ষিপ্ত হতে হতে টুকরো'তে যায় মাপা;

সাম্যের যুগে শরীর ঢাকতে কাপড় কেন কম পড়ে যায় তোরই?
হে নারী!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন