হাড়িভাঙ্গার খেলা
- যাযাবর জীবন
সংসারের এপার আর ওপার
মধ্যখানে কাজীর কলম খাতা
চিন্তিত প্রেমিক প্রেমিকা
লাড্ডু খাবে কি খাবে না;
ঠোঁটের এপার আর ওপার
মধ্যখানে দাঁতের রেখা
চিন্তিত ভালোবাসা
চুমু খাবে কি খাবে না;
খাটের এপার আর ওপার
মধ্যখানে বাসর শয্যা
চিন্তিত ফুলগুলো
নিষ্পেষিত হবে কি হবে না;
প্রেমিক ভাবল
এবার আমার লেজ কাটল
প্রেমিকা বললো
আর কতকাল কুমারী থাকব বল?
যাহ্ বিয়েটা বুঝি হয়েই গেলো
শুরু হোক এবার তবে হাড়িভাঙ্গার খেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন