রবিবার, ১২ এপ্রিল, ২০১৫

আনাড়ি



আনাড়ি
- যাযাবর জীবন

আকাশে সূর্যের রূপার থালা
চোখে দুপুরের জ্যোৎস্না
ভ্রম তো হতেই পারে
নারী চিনে নিতে;

দৃষ্টি পেতে ও দিতে আমি চিরকালের আনাড়ি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন