প্রেম পার্থক্য
- যাযাবর জীবন
ভাদ্রের কুকুর জিহ্বার লালা ঝরে না বৈশাখে
কাম'লালা ঝরছে মানুষের বার মাস
গ্রীষ্মের দাবদাহ বড্ড মানিয়ে যায় শিমুলের লালে
ক্ষরণের লালে প্রেমিক রঙ্গিন বছর ধরে
পশুপাখিতে শুধুই রমণ চলে
প্রেম আর কামের পার্থক্য কেবল মানুষই জানে;
সেদিনের স্পর্শে ছিল কামের অনুভব
প্রেম বুঝিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন