শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

মানুষ



মানুষ
- যাযাবর জীবন

আমরা ভাবি এক হয় আরেক
বলি এক করি আরেক;
আমাদের দু রকম হয়েই যায়
প্রতিনিয়ত,
ইচ্ছে বা অনিচ্ছায়
দিনে ও রাত্রে
কথায় ও কাজে
ভেতর ও বাইরে;

মানুষ বলে কথা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন