সেলফি
- যাযাবর জীবন
কি সৌভাগ্য ক্যামেরার!
বেটা জড় জঞ্জাল কোথাকার
সবাই উঁকি মারে তোর চোখে সেলফির ঝোঁকে
ছবি পোস্ট করে ভার্চুয়ালে
আজকাল সেলফির যুগ
আসল না মেকি?
আহহারে! এমন প্রাণ খুলে যদি উঁকি দিত
দুজন দুজনার চোখে
প্রেমিক প্রেমিকা
কিংবা স্বামী স্ত্রী
কাঁদতে হত ক্যামেরা বেটার ভার্চুয়ালে
মনের ভিতরকার ছবি হতো রিয়্যালিটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন