রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

লজ্জা



লজ্জা
- যাযাবর জীবন

রূপবতী হেঁটে যায় রাস্তায়
লাফালাফি অনুভব জীপারের তলায়
কেও কেও বলে বাঘের থাবা,
আমার অনুভবে আসে কুকুরের জিহ্বা;
মানুষ হলে তো মায়ের কথা একবার মনে হতো।

দূরে কোথাও রোদ উঠেছে
কোথা থেকে জানি লু বাতাস ভেসে আসে
গরমে শরীর জ্বলে যায়
তপ্ত অনুভূতি জীপারের তলায়
যদি মানবিক অনুভূতি একটু থাকতো অনুভবে
বোন'টা বেঁচে যেত লজ্জার হাত থেকে।

নপুংসকরা যা খুশি তাই করে
নারী এদের কাছে পণ্য মাত্র
সে মা হোক, বোন হোক কিংবা নিজের মেয়ে হোক;
এরা মায়ের শাড়ি পড়ায় দোষ ধরে
বোন'কে বেআব্রু করে
এরা মেয়ে'কেও বেঁচে দিতে পারে
নির্বিকারে;

পুরুষ লজ্জা পায়
নর নামক নরপশুদের কর্মকাণ্ডে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন