সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

দম্পতি কথকতা


দম্পতি কথকতা
- যাযাবর জীবন

সুখী দম্পতির ক্ষেত্রে:

স্বামীর চোখে তার বৌ পৃথিবীর সবচেয়ে লক্ষ্মী নারী;
স্ত্রীর চোখে পৃথিবীর সবচেয়ে সুপুরুষ তার স্বামী।

অসুখী দম্পতির ক্ষেত্রে:

স্বামীর চোখে তার বৌ পৃথিবীর সবচেয়ে মুখরা রমণী;
স্ত্রীর চোখে পৃথিবীর সবচেয়ে চরিত্রহীন পুরুষ তার স্বামী।

উভয় ক্ষেত্রে ভেতরের কথা:

পরের বৌ সব স্বামীদের চোখেই অপ্সরা,
বৌ পাশে হাত ধরা তবুও দৃষ্টি পর নারীতে হরহামেশা
পুরুষ বলে কথা,
ব্যতিক্রম হাতেগোনা;

বেশীরভাগ স্ত্রীদের অত সময় কোথায়?
সময় তো কেটে যায় হাঁড়ি ঠেলায়,
আদতে নারী স্বামীর মাঝে খোঁজে নির্ভরশীলতা
ব্যতিক্রম হাতেগোনা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন