বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫

মাটির ডাক



মাটির ডাক

- যাযাবর জীবন

শরীরে ছুরির পোঁচ
রক্ত বের হয়
ব্যথা লাগে
মাটির শরীর বলে কথা;

মাটিতে কোদালের কোপ
রক্ত কোথায়?
ব্যথা লাগে কি?
আমি জানি না;

মাটির গভীর থেকে
মাটির ডাক ভেসে আসে
ছোট ছোট মাটির ঘরগুলোর
পাশ দিয়ে হেঁটে যেতে;

তৈরি আমি
মাটিতে বিলীন হতে
মাটি হয়ে;
যখনই শব হব
মাটি খুঁড়ে নিও
কোদালে শাবলে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন