ধার
- যাযাবর জীবন
ঠোঁট ভেজাব না কথার ভেজা চুমুতে
জলজ নই এখন আর
দু হাতে ছুঁড়ে দেয়া বিলানো চুমু
সে তো সবার জন্য;
তুই যখন কথার ছুরি চালাস
কাকগুলো তখন ঘিলু ঠোকরায়
যখন প্রেমের দংশন
তখন ঠোঁটে জমাট রক্ত;
দাঁতের ধার আমার থেকে ভালো আর কে পরখ করেছে?
কথার ছুরিতে সেই কবেই তো প্রেমের সাজঘর ভেঙ্গে গেছে।
অনেক দিন আমার মগজ কাটেনি তোর কথার ছুরি
অনেক দিন তোর দাঁতের স্পর্শ পায়নি আমার ঠোঁট
কতটুকু ধারালো হয়েছে আগের থেকে
বড্ড জানতে ইচ্ছে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন