বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

হিসাবের ভয়



হিসাবের ভয়
- যাযাবর জীবন

মশার কামড় সইতে পারি না
মাটির কামড় সইব কিভাবে?
একটু গরমে এসি না হয় ফ্যান
মাটির গরম সইব কিভাবে?
একটু ঠাণ্ডায় লেপ কম্বল
মাটির ঠাণ্ডা সইব কিভাবে?
একটু নাক বন্ধে শ্বাসরোধ
মাটির তলায় রইব কিভাবে?
একা যে আমার বড্ড ভয়
একলা সেখানে রইব কিভাবে?

তবুও থাকতে হবে সেখানে
ঐ মাটির ঘরে
অনন্তকাল একা
আমাকেই;
বড্ড ভয় করে, যদি ভুল হয়ে যায়?
কড়ায় গণ্ডার হিসাবে
শেষ বিচারের দিনে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন