ছুটির দিনে খুনসুটি
- যাযাবর জীবন
ছুটির দিনে তুই বাসায়
সকালটাই অন্যরকম
তুই যখন পাশে শুয়ে
আজ দিনটা অন্যরকম,
ঘুম ভাংতেই পাশে তুই
চোখ জড়িয়ে আলসে ঘুমে
মন দুষ্ট সকাল বেলাই
এখান ওখান মিষ্টি চুমে;
সারাটা দিন ছুটি ছুটি
ঠোঁটের সাথে খুনসুটি
চুমুর সাথে নাস্তা
দুজন মিলে টুকিটাকি,
রান্না ঘর আজ ওলোটপালট
দুজন মিলে কাটাকাটি
পানি গরম আমার অকাজ
তুই তো রন্ধন পটীয়সী;
দুপুর বেলায় ভুঁড়িভোজে
থালা বাসনের কষ্ট
চল এবার বিছানায় যাই
কাম আহ্বান পষ্ট,
আলসে বিকেল কাম ঘুমেতে
চোখ বুজতেই অন্ধ
সন্ধ্যে হতেই চল রিক্সায়
ঘর দিলেম বন্ধ;
রাত্রি বেলায় আলোর মেলায়
খাওয়ার দোকান সারি সারি
পথে বসে চটপটি
চাপ, ফুসকা মজা ভারী,
খাবার শেষে অবশেষে
বাড়ি ফেরার সাড়া
ইচ্ছে করেই হেঁটে ফিরি
দেখনা সময় তাড়া;
দুজন দুজন হাতে হাতে
হাত মিলিয়ে হাঁটি
চোখে চোখে কথা বলি
অনুভবে থাকি,
মাসের মাঝে একটি দুটি
আসতে যে হয় পুরো ছুটি
সারাটা দিন দুজনেতে
মিলে মিশে খুনসুটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন