ডাক্তার সৈনিক
- যাযাবর জীবন
একদল সৈনিক
একদল ডাক্তার;
আচ্ছা! ডাক্তারদের কি সৈনিক বলা যায়?
সৈনিক কারা?
দেশ রক্ষায় লড়ে যারা,
তাই না?
এই যে আজকের মহামারী
এই যে করোনা!
শত শত
হাজারে হাজারে
আমার সারাদেশে,
লক্ষ ছাড়িয়েছে পৃথিবী জুড়ে;
এক অচিন শত্রু, প্রাণ নিচ্ছে
কাতারে কাতারে মানুষ কাতরাচ্ছে
মরণ যন্ত্রণায়
চিকিৎসা কোথায়?
এরই মাঝে মৃত্যুর সাথে যুদ্ধ করছে একদল সৈনিক
ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়
চব্বিশঘণ্টা, একনাগাড়ে, ক্রমাগত
এরা সৈনিক নয়?
তবে তো সৈনিকের সংজ্ঞাই বদলে দিতে হয়;
আচ্ছা! তোমরা কি জানো?
আজ এদের কোন বাসাবাড়ি নেই?
দেখা নেই স্বামী স্ত্রীর সাথে সেই কতকাল!
দেখা নেই সন্তানের সাথে;
এরা ক্রমাগত শুধুই ডিউটি দিয়ে যাচ্ছে
হাসপাতালে পড়ে থেকে
তোমাদের বাঁচাতে;
এরা ষোলো থেকে আঠারো ঘণ্টা থাকে হাসপাতালে
যমের সাথে টানাটানি করে
বাকি ছ থেকে আট ঘণ্টা এদের মাথা গুঁজার ঠাঁই দেয়া হয় কোন এক অখ্যাত হোটেলে
এরা টানা সাত থেকে পনর দিন টানা ডিউটি করে, তারপর হয়তো তিন থেকে পাঁচ দিন বাসায় যেতে পারে;
বাসা?
উহু! সেখানেও জড়িয়ে ধরতে পারে না স্বামী স্ত্রী কে,
চুমু খেতে পারে না সন্তানকে,
যে কয়দিন বাসায় থাকার সুযোগ ঘটে এরা থাকে হোম কোয়ারেন্টাইনে,
বন্দী হয়ে, একদম একলা কোন এক ঘরে;
মাঝে মাঝে দরজা খুলে কেও খাবার ঢুকিয়ে দেয়
আবার খাওয়া হলে বাসন কোষন বের করে স্যানিটাইজ করা হয়;
তারপর তিন বা পাঁচ দিনের ছুটির পর আবার পনেরো দিনের ক্রমাগত অমানুষিক ডিউটিতে ছোটে হাসপাতালে;
তোমরা এদের গালি দাও?
অবহেলার বদনাম কর?
আরে! এরাও তো মানুষ!
শত শত রুগী দেখে ক্লান্ত হয়ে দু একটা ভুল তো হতেই পারে!
আরে! মানুষই তো ভুল করে;
আর একটা যদি ভুল কোনক্রমে হয়!
তখনই দেখা যায়, হলুদ সাংবাদিকতা কারে কয়!
তখনই পুরো নেট জুরে করোনার চেয়ে শক্তিশালী ভাইরাস হয়ে ছড়িয়ে পড়ে,
তোমাদের ভাষায় ভাইরাল বোধহয় একেই বলে;
এরা ডাক্তার, এরা নার্স, এরা ওয়ার্ডবয়
এরা করোনা যোদ্ধা
এরাই আজকের সৈনিক
যুদ্ধ করে যাচ্ছে যমের সাথে, ছিনিয়ে আনতে একটি প্রাণ'কে
যুদ্ধ করছে সম্পূর্ণ অচেনা এক রোগের সাথে
যার কোন প্রতিষেধক তৈরি হয়নি পৃথিবী জুরে,
কাতারে কাতারে মানুষ মরছে অজানা অচেনা এক ভাইরাসে
এদেরই হাতের ওপর দিয়ে
অসম এক যুদ্ধে জয়ী হয়ে
তোমরা প্রতিপক্ষের নাম দিয়েছ করোনা;
লাঠি হাতে কি আর কামানের সাথে যুদ্ধ করা যায়?
এরা কিন্তু করছে
জান প্রাণ দিয়ে লড়ছে
লড়তে লড়তে এরা নিজেরাও মরছে;
অথচ তোমরা অপবাদ দেয়া ছাড়া কিছুই কর না।
২৯ এপ্রিল, ২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন