ভালোবাসার রকমসকম
- যাযাবর জীবন
একটা পরিণত ছেলের আরেকটা ছেলেকে দেখে, মন প্রজাপতি হতেই পারে
সমকামী বড্ড ভালগার একটা শব্দ
ভালোবাসার তো প্রজাপতি মন
যে কারো ঘরেই উড়তে পারে যখন তখন,
তোমার আমার ভালো না লাগতেই পারে!
কোন কোন সমাজে এটাই প্রচলিত এখন;
একটা সুন্দরী মেয়ে দেখলে আরেকটা মেয়ের পেটে ময়ূরী পেখম মেলতেই পারে
সমকামিতায় নারীতে নারীতে এক হতেই পারে মন
শারীরিক ভালোবাসার এটাও এক রকম ধরণ,
তোমার আমার ভালো না লাগতেই পারে!
পাশ্চাত্য সমাজে খুব প্রচলিত এখন;
জায়গীর মাষ্টার'তো আজকাল উঠেই গিয়েছে
একসময় খুব প্রচলিত ছিলো আমাদের সমাজে
টেবিলের ওপরে বই, পাশে হাতে হাত
টেবিলের নীচে হাঁটুর ঘষা হাঁটুতে
ছাত্রী শিক্ষক বায়োলজি পড়া শুরু করে শরীর খুলে খুলে
হয় বিয়ে নয়তো শিক্ষকের তালাক, ছাত্রী পোয়াতি হলে
এটাও এক প্রকার ভালোবাসা, প্রেমের সংজ্ঞায় বলে;
আমি মাঝে মাঝে আয়নাকে জিজ্ঞাস করি, প্রেম কি?
আয়না উত্তর দেয়, এতদিন কি কি দেখলি?
দুদিন চোখে চোখ তারপর হাতে হাত
হালকা অন্ধকার চায়নিজ রেস্টুরেন্ট থেকে বন্ধুর বাড়ি পর্দা টানা ঘর
চুমু খেতে যা দেরী, কাপড় চোপর দুজনারই মেঝেতে
বিছানা না থাকলে মাটিতেই সই!
ওহে বোকারাম! সতীত্ব ডিকশনারির শব্দ
বিয়ের আগে পেট বাঁধে নি, এটাই কৌমার্য;
সমাজে কোথায় যাচ্ছে?
কেন দেখিস না সূর্য অস্ত যায় পশ্চিম দেশে?
ভালোবাসাটা তো সূর্যই
শরীরে যৌবন এলে পূব থেকে ওঠে
পাশ্চাত্যের অনুকরণ করতে করতে পশ্চিমে হেলে
তারপর একসময় যৌবন তো পশ্চিমেই ঢলে;
আয়না আমায় জিজ্ঞাসা করে, তুই কাওকে ভালোবাসিস নি?
আমি উত্তর দেই,
হ্যাঁ, বেসেছি তো!
নিজেকে;
বড্ড স্বার্থপর তুই, আয়না বলে।
২৭ এপ্রিল, ২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন