ভার্চুয়াল সম্পর্কের বেড়াজালে
- যাযাবর জীবন
...................................................
ভার্চুয়ালটা বড্ড অদ্ভুত এক জগৎ,
এখানে সবকিছুই অদ্ভুত;
ভার্চুয়ালটা কি?
নেটের এপারে আমি, ওপারে তুমি;
তবুও অদ্ভুত এই জগতে অদ্ভুত ভাবেই এক একজনের সাথে সম্পর্ক গড়ে ওঠে,
কারো কারো সাথে সম্পর্ক খুব আপন হয়ে যায়
কাওকে কাওকে না দেখেই খুব আপন মনে হয়
কাওকে কাওকে না দেখেই ভালোবাসা হয়ে যায়
এ ভালোবাসা'কে প্রেম বলো না;
স্নেহ, মায়া, মমতার সম্পর্ককেও কিন্তু ভালোবাসাই বলে
কাওকে ভাইয়ের মত আপন লাগে, কাওকে বোনের মত
কাওকে মেয়ের মত তো কাওকে কাওকে মায়ের মত,
আর কিছু সম্পর্ক থাকে যেগুলোকে নাম দেয়া যায় না
তবুও এরাই ভার্চুয়ালে খুব আপন হয়ে ওঠে, বন্ধুর মত
আমার সুখে আনন্দিত হয়, দুঃখে কাঁদে;
আর প্রেম? হ্যাঁ, তাও হয় কারো কারো মাঝে
তবে ওটিতে আমার বড্ড আপত্তি আছে
এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার
কারো হয়েই গেলে আমার কি বলার আছে?
তবে আমি নিজেকে এর থেকে সরিয়ে রাখি বহু, বহুদূরে,
খারাপ দিকগুলো নিয়ে না হয় আজ কথা নাই বা বললাম!
কখনো কখনো ভার্চুয়াল সম্পর্কগুলো আপন হতে হতে সামনা সামনি হয়ে যায়
কখনো কখনো আরেকটু অগ্রসর হয়ে বাসায় আসা যাওয়া
কখনো কখনো বা আত্মীয়তা,
আর বাকী সম্পর্কগুলো রয়ে যায় ভার্চুয়ালে;
নেটের ভেতর হাসা, নেটের ভেতর কাঁদা
ভালো আর খারাপ লাগা অনুভবের এক অদ্ভুত সম্পর্কের বেড়াজালে;
তারপর একদিন হয়তো কেও একজন মেসেজ দিতেই থাকবে, দিতেই থাকবে
কোন উত্তর নেই এদিক থেকে;
মৃত্যুটা কিন্তু অদ্ভুত নয়, ওটা অবশ্যম্ভাবী
আসবেই একদিন, আজ কাল বা পরশু
একসময় জানাজানি হয়
মনখারাপ হয়
কেও কেও হয়তো দু ফোঁটা চোখের জল ফেলে
না দেখা এক ভার্চুয়াল বন্ধুর কথা মনে করে
তারপর একসময় ফিকে হয়ে আসে পুরনো স্মৃতি;
দিন গড়িয়ে মাস যায়
তারপর ভুলে যায়
নতুন কিছু সম্পর্ক এসে পুরনো সম্পর্ক'কে ঢেকে ফেলে নতুন আবরণে
আবার অদ্ভুত নতুন এক ভার্চুয়াল সম্পর্কের বেড়াজালে;
মৃত'কে কে আর মনে রাখে?
কিংবা মৃত সম্পর্ক'কে।
২৪ মে, ২০২০
#কবিতা
ছবি: নেট থেকে সংগৃহীত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন