"না" বলে দে
- যাযাবর জীবন
................................
সেই তো মেয়ে সেই তো শরীর
গুচ্ছ গুচ্ছ মাংস
নারী রূপে কামদেবী
মনে কামের অংশ
সেই তো শরীর সেই তো স্তন
ছোট কিংবা বড়
লোলুপ চোখে কামুক হাতে
অসহায় নিষ্পেষণ
সেই তো কোমর চিকন মোটা দলা দলা মাংস
সেই তো কাম পা প্যাঁচানো চামড়ার বাঁশের অংশ
ধ্যাত! এটা প্রেম হলো?
প্রেম করতে শরীর লাগে?
মন হলে চলে না?
আসল প্রেম কখনোই
সাদাকালো মানে না,
কাম করতে শরীর লাগে
মনের কিবা দাম?
পেটিকোট তোলা লুঙ্গি খোলা
ঝাপাঝাপি কাম;
কামের কথা যখন বলি তখন আমি খারাপ
তোমরা যখন প্রেম করো, করো কামের আলাপ
ঝোপের ধারে সুযোগ পেলে শরীর ছানাছানি
প্রেমের নামে ঠোঁটে ঠোঁট ভালোই আমি জানি,
সুযোগ পেলে পাটক্ষেতে পোয়াতি হয়েছে জনে জন?
প্রেমের দামে বিয়ের পিড়িতে বসেছে তারা কজন?
কাম মিটলে কোথায় প্রেম মেয়েগুলো কেন বোকা?
নিত্য দেখে ভার্চুয়ালে দিচ্ছে সবাই ধোঁকা;
কবে বুঝবে মেয়েগুলো বিয়ের আগের কাম
বাচ্চা একটা নষ্ট করবে এটাই প্রেমের দাম
কবে শিখবে মেয়েগুলো প্রেম মানেই শরীর
কাম মিটলে শূন্য দাম নারী মাংসের ভরির;
একবার তো রুখে দাড়া শক্ত করে বল 'না"
বিয়ের আগে শরীর নয় যতই ছলনা
তারপর দেখ কোথাকার প্রেম কোথায় গিয়ে ঠেকে
একবার তোরা না বলেই দেখ মনটা করে বেঁকে
সোজা হবে পুরুষগুলো সোজা চামড়ার দণ্ড
চেহারাগুলো দেখতে পাবি পুরুষ যত ভণ্ড
মনে যদি থাকে প্রেম বিয়ের পিঁড়িতে বসবে
আদর যত্ন সোহাগে ঘরটা তোর ভরবে।
৪মে, ২০২০
#কবিতা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন