আমল
- যাযাবর জীবন
..........................................
আজকাল বড্ড গরম পড়ছে এখানে
এই নাতিশীতোষ্ণ অঞ্চলে
আচ্ছা! মাটির ওপরেই যে এত গরম!
গরমটা মাটির তলায় কেমন হবে?
নাকি ওপর থেকে কিছুটা ঠাণ্ডা হবে?
আচ্ছা! তাহলে গরম দেশের কি অবস্থা এখন?
৫০ ডিগ্রি সেলসিয়াসের গরম?
ঘর থেকে কিছুক্ষণ বাইরে থাকলে তো চামড়া পুড়ে যায়
মাঝে মধ্যে আগুন ধরে যায় গাছে গাছে
তবে গরমটা মাটির তলায় কেমন হবে?
শরীরটা সিদ্ধ হতে কতক্ষণ সময় নেবে?
নাকি ওপরের গরম থেকে কিছুটা সহনীয় হবে?
ঠাণ্ডার দেশের কি অবস্থা?
মাইনাস ১০ থেকে -২০ ডিগ্রি সেলসিয়াসের ঠাণ্ডা?
ঘর থেকে কিছুক্ষণ বাইরে থাকলে তো ফ্রস্টবাইট হয়ে যায়
চারিদিকে বরফ আর বরফ, যতটুকু চোখ যায়
ওখানে মাটির তলাটা কেমন ঠাণ্ডা হবে?
শরীরটা জমে যেতে কতক্ষণ সময় নেবে?
নাকি ওপরের ঠাণ্ডা থেকে কিছুটা সহনীয় হবে?
একদিন উত্তর জানব আমি
একদিন উত্তর জানবে তুমি
একদিন উত্তর জানা হবে আমাদের সবার
কিন্তু উত্তরটা জানানো হবে না আর তোমাদের কাছে এসে
ওখান থেকে ফেরা যায় না পৃথিবীতে,
যার যার সঞ্চয় তাকেই নিয়ে যেতে হয়
ঠাণ্ডার কাটানোর জন্য উষ্ণ আমল
গরম কাটানোর জন্য শীতল আমল
এক কথায় নেক আমল;
আমল কুড়ানোর সময়টা সীমিত এ পৃথিবীতে
আজ
কাল
কিংবা পরশু ডাক দিতে পারে মাটি,
কে কবে এক সেকেন্ড বেশী সময় পেয়েছে? ডাকে সাড়া দিতে,
কবর আজাব'কে ভয় করো;
কেও বদ আমল কুড়ায়
কেও নেক আমল
একবার পেছনে তাকিয়ে দেখিই ন!
কার কতটুকু, কি আমল কুড়ানো হয়েছে?
টিক টিক টিক টিক
সময় বয়ে যাচ্ছে
মাটি ডাকছে;
কবর আজাব'কে ভয় করো।
১৭ মে, ২০২০
#কবিতা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন