শুক্রবার, ২৯ মে, ২০২০

সরল পথ




সরল পথ
- যাযাবর জীবন

.........................................

ইদানীং প্রতিদিন চারিদিকে মৃত্যুর প্রতিধ্বনি
শুনি আমরা শুনি
জানি আমরা জানি
তবুও আয়না থেকে মুখ লুকিয়ে রাখি
যদি ওখানে আমারই মৃত্যুর ছায়া দেখি!

জীবন আর মৃত্যুর দূরত্ব কত?
একটি মাত্র নিঃশ্বাস, তারপরই তো মৃত
এই যে চোখের সামনে প্রতিদিন শত শত
তবুও কি আয়না দেখি?
উঁহু! মুখ লুকিয়ে রাখি,
ওখানে মৃত্যুর ছায়া
আর কানে প্রতিধ্বনি;

এই যে প্রতিদিন রাকাতে রাকাতে সিরাতল মুসতাকিম বলি!
আসলে কি সরল সোজা পথে চলি?
আল্লাহ্‌ তায়ালা যাকে ইচ্ছে তাকে হেদায়েত দান করেন;
আমি হেদায়েত চেয়েছি কি?
আয়নাকে একবার জিজ্ঞাসা করে দেখি!
মুখ ঢাকছ কেন? ও কি! ও কি!

যারা সরল পথ কামনা করে, পথটা তাদের জন্য হয়তো বন্ধুর
তবে মৃত্যুটা কিন্তু সহজ
মুমিনের রূহ বের হতে সময় লাগে না, সোজা পথে;
তোমরা জানো, সবই জানো
তবুও কেন মুখ লুকিয়ে রাখো, মৃত্যু থেকে?

আরে বোকা! একটা মাত্র নিঃশ্বাস
ইমানদারের পরকালে বিশ্বাস,
এই যে এখন কথা হচ্ছে তোমাদের সাথে মনে মনে!
একটু পর হয়তো আমি মৃত্যুঘুমে!
কাল হয়তো তোমরাও জানবে
দায়সারা কেও কেও হয়তো ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন বলবে,

এরপর কিন্তু তোমার পালা, জানো কি?


২০ মে, ২০২০

#কবিতা









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন