কবিতা বুঝি না
- যাযাবর জীবন
আজকাল বোধহয় কবিতা বদলে গিয়েছে
কিংবা বদলে গিয়েছে কবিতার ধরণ;
কোথায় এখন আর
চোখে চোখ দেখা হলো
প্রেম হলো তারপর চুমোচুমি.........
সেই থেকে শুরু
তারপর বিছানা
বিছানা থেকে বিচ্ছেদ
বিচ্ছেদ থেকে কবিতা
এখন ওসব পুরনো দিনের প্যানপ্যানানি?
আজকাল কবিতার ধরণ বদলে গিয়েছে
বদলে গিয়েছে কবিতার আকার
ছোট হয়ে আসছে পৃথিবী
তাল মিলিয়ে ছোট হয়েছে কবিতা;
এখনকার কিছু কবিতা তো একদম সোজা সাপ্টা
কোথাও কোথাও এক লাইনের কবিতা
- "প্রেম মানে কাম"
- কোথাও প্রেম নেই"
- "প্রেমে ভেজা"
- "শরীরে প্রেম খেলা"
ব্যাস, এই টুকুই,
এগুলো কিন্তু এক একটা কবিতা
বোঝা ঠেলা!
আরে বাবা এক কথায় প্রকাশ পড় নি?
তেমনি আর কি!
কিংবা যদি টেনে আরেকটু বড় করতে হয় তবে
- "চোখাচোখি থেকে ঠোঁট
তারপর দুজনা"
- "তুমি আমি আর প্রেম
অপেক্ষায় বিছানা"
- "একদিন তুমি একদিন আমি একদিন বৃষ্টি
ভিজেছিলাম দুজনা"
এখন যার যা ইচ্ছে বুঝে নাও!
কেন ভাব সম্প্রসারণ কর নি?
তেমনি আর কি?
পুরনোকে কে আঁকড়ে ধরে রাখতে চায়?
প্রতিদিন নতুন ভাবের নতুন সংজ্ঞার নতুন আকৃতির কবিতার সৃষ্টি হয়
প্রতিদিন নতুন নতুন ধারার কবির জন্ম হয়
কেও কারো থেকে কম নয়;
এই যে রবীন্দ্রনাথ, নজরুল পড়েছি!
জসীমউদ্দীন, ফররুখ আহমেদ, আল মাহমুদ
জীবনানন্দ দাস, সুকুমার রায়, সুকান্ত
রফিক আজাদ, আবুল হাসান, জয় গোস্বামী
হেলাল হাফিজ, সামসুর রহমান, নির্মলেন্দু গুণ
আরো কত কত?
কোন কবি কার থেকে বেশী ভালো?
প্রত্যেকেই প্রত্যেকের সময়কার সবচেয়ে জনপ্রিয়
প্রত্যেকের লেখারই এক একটা আলাদা আলাদা ধরণ
প্রত্যেকেই যার যার ঘরানার শ্রেষ্ঠ কবি
আমি পড়ে যাই সবই;
পড়ার কি আর শেষ আছে?
এই যে এত এত যে কবিতা পড়ছি!
তবুও আজো কবিতা বুঝতে পারি নি।
১০ মে, ২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন