করোনার সাথে সন্ধি
- যাযাবর জীবন
....................................
প্রিয় করোনা,
আপনি ছোট্ট থেকে ছোট্ট এককোষী ভাইরাস
অথচ আজ আপনাকে করা হয়েছে মহান
নাম দেয়া হয়েছে মহামারি;
কি বিপুল সমারোহ মৃত্যুযজ্ঞ করে বেড়াচ্ছেন সারা পৃথিবী ব্যাপী!
আপনি তো মহান কিংবা মহীয়সী অথচ কেন তাহলে বিধ্বংসী?
আপনার জন্য আজ থেমে গেছে সব কর্মকাণ্ড
থেমে গেছে গাড়ির চাকা
থেমে গেছে রেলের চাকা
থেমে গেছে বাজার সদাই
তেলের মূল্যকে আপনি শূন্যতে নামিয়ে এনেছেন
পুরো পৃথিবী জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন
আজ রাস্তা খালি
আজ অফিস খালি
আজ আমরা সবাই আপনার ভয়ে ঘরবন্দী
আপনার জন্য আজ থেমে আছে পৃথিবী,
অথচ আপনি কে?
এককোষী এক ভাইরাস মাত্র!
আপনি কি জানেন পৃথিবীর মানুষের ক্ষমতা?
অস্রের ক্ষমতা জানা আছে আপনার?
যুদ্ধের?
কি নেই মানুষের?
পিস্তল, রাইফেল, শটগান, মেশিনগান
টর্পেডো, মর্টার, কামান
যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান
বিনা কারণেই আমরা মানুষরা যুদ্ধ যুদ্ধ খেলি
আর অগণিত লাশের সারি,
সন্ত্রাস দমানোর নামে একতরফা সন্ত্রাস দেখেছেন আপনি?
ধর্মের নামে কাটাকাটি ভাঙ্গাভাঙ্গি হানাহানি?
রাহাজানি, ছিনতাই, গুম, খুন হরদম এক্সিডেন্ট
এগুলো তো দেশে দেশে নিত্যদিনের কারবার
সর্দি, কাশি, জ্বর, ক্যান্সার, এইডস, স্ট্রোক, আরো কত বীভৎস অসুখ, বিসুখের হাহাকার!
কই? তবুও এত মানুষ তো এর আগে একসাথে মরে নি!
আপনি মহান কিংবা মহীয়সী
এককোষী ভাইরাস
অথচ লাশের রাজত্ব কায়েম করে দখল করে নিয়েছেন পুরো পৃথিবী;
হে মহান আপনি যা বলবেন আমরা তাই করবো
আপনি যেভাবে বলবেন সেভাবেই করব
আপনি যা খেতে চান তাই খাওয়াবো
যা পড়তে চান তাই পড়াব
শুধু একবার চেয়েই দেখেন না!
আমরা দেবো
উপহার হিসাবে আপনাকে সব দেবো,
আমাদের ক্ষুধা দেব
মন্দা দেব
খরা দেব
দুর্ভিক্ষ দেব
কাতারে কাতারে লাশ বিছিয়ে তো দিচ্ছিই, আরো আরো দেবো
তবুও এবার সন্তুষ্ট হন
এবার সমাপ্তি টানেন;
আমরা সাদা পতাকা উড়িয়েছি,
আসেন সন্ধি করি
দয়া করে আপনি আপনার বংশ বৃদ্ধি বন্ধ করে
মানুষকে বাঁচতে দিন
আপনি পৃথিবী ছেড়ে অন্য কোন এক অজানা গ্রহে বসতি গড়ুন
পৃথিবীটা মানুষের, মানুষকেই থাকতে দিন
আর নয়তো কিছুদিন পরে শুধু আপনারাই থাকবেন
আর মানব শূন্য এ পৃথিবী;
আচ্ছা! তখন খাবেন কি?
একবার ভেবে দেখেছেন কি!
সন্ধিপত্র দেখে আবার রেগে যেয়েন না যেন
খুব বেশী লাভ হবে না তাতে আপনার
মানুষ ফুরিয়ে এলে আপনার খাবারও ফুরিয়ে যাবে
তখন তো আপনিও ঐ লাশেরই কাতার;
কবর দেবে কে আপনাকে?
১৩ মে, ২০২০
#কবিতা
ছবিঃ নেট থেকে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন