শুক্রবার, ২৯ মে, ২০২০

ভালোবাসার দিন




ভালোবাসার দিন
- যাযাবর জীবন

.................................

একদিন হঠাৎ তোকে দেখতেই ডেকে বলেছিলাম, শোন!
সেই সেদিন থেকেই হারিয়েছিলাম তোতে মন

তারপর যতবারই তোকে দেখি
আমি কি আর আমার মাঝে থাকি?

একদিন দুদিন করে চোখে চোখ হলো
তোমরা একে প্রেমের শুরু বলো

একদিন দুদিন করে হাতে হাত
মেঠো পথ ধরে দুজন সাথে সাথ

তারপর কোন একদিন তুই আমার হলি
ভালোবাসায় আমাতে বিলীন হলি

এখন যখনই তোর চোখে চোখ তাকাই
মনের অনুভূতিগুলো তোর থেকে লুকাই

ঐ অনুভূতিগুলো বড্ড যে গাঢ়!
তোকে দেখলে কেমন যেন হয়ে যাই আরো

যখনই তোর ভেজা ঠোঁট দেখি
যখন তখন তাতে ভালোবাসার চুমু আঁকি

চুমুতে কি ভালোবাসা থাকে
তোর চোখ কি দেখে?

তোর গলার তলায় ঐ যে তিল
চাঁদের আলোতেও কেমন ঝিলমিল

গলা থেকে আদর দিতে দিতে নীচে নামি
আর নিজেকে ক্রমশ হারাতে থাকি আমি

তোর সবুজ শাড়িটাতে যখন বাঁধা পাই
ধীরে, খুব ধীরে আঁচল সরিয়ে নামাই

তারপর তোর গায়ের সোঁদা গন্ধ
আমায় করে তোলে একদম অন্ধ

যখন তোর বুকে মুখ গুঁজি
ওখানে আমি পৃথিবীর যত সুখ খুঁজি

তারপর তো সেই কত কত আদর!
লজ্জায় তুই গায়ে টেনে নিস চাদর

ভালোবাসা কারা করে জানিস? ভালোবাসার সুজন;
আর আমরা দুজনার গাঁয়ে লেপ্টে থাকি দুজন

একসময় ক্লান্তিতে ঘুমিয়ে পরিস তুই
আমি তোর দিকে চেয়ে সারারাত জেগে রই

আচ্ছা! বলতো দেখি ভালোবাসা কোথায় থাকে?
রক্তের ফোঁটায়, লোহিত কণিকায় আর হৃদয়ের প্রতিটা বাঁকে বাঁকে

রাতভর তোকে দেখে বোঝার চেষ্টা করি, ভালোবাসার মানে কি
রাত কেটে ভোর হয়, অথচ আজো আমি তোকেই বুঝি নি

তোকে বোঝা আর না বোঝার দ্বন্দ্বে কেটে যাক দিন
বছরের প্রতিটা দিনই আমাদের ভালোবাসার দিন।


০৭ মে, ২০২০

#কবিতা















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন