ঘন বিরহ
- যাযাবর জীবন
.........................................................
আজ অনেকদিন পর কেন জানি তোর কথা খুব মনে পড়ছে
কেমন আছিসরে তুই?
কোথায় আছিস?
কতদূরে?
আচ্ছা! কত, কতদিন হয়ে গেলো, দেখিনা বলতো তোরে?
দিন ক্ষণের হিসেব কে আর রাখে?
অথচ একদিন তুই পথ গুনতি আঙুলের কড়ায় কড়ায়
পথ গুনতাম আমি মূহুর্তের ভগ্নাংশের লহমায়,
কোথায় উধাও হলো সে দিনগুলো?
কতদূরে?
আজকাল ব্যস্ততায় আমি
হয়তো ব্যস্ত তুইও
যার যার অবস্থানে
যার যার কর্মস্থলে
কিংবা তুই পাক্কা গৃহিণী হয়ে কারো ঘরে,
তবুও খুব হঠাৎ হঠাৎই মাথার ভেতর কি এক চেনে চেনা অচেনা অনুভূতি পাক দিয়ে দিয়ে ঘুরে
খুব হঠাৎ হঠাৎই কারণে আর অকারণে তোর কথা মনে পড়ে;
আচ্ছা তোরও কি কখনো এমনি হয়?
বড্ড জানতে ইচ্ছে করে;
কখনো তোর সাথে চিঠি লেখার খেলাটা খেলা হয় নি রে!
অথচ প্রেমের খেলায় বড্ড পটু ছিলি তুই
খুব হঠাৎ হঠাৎই তোর মন ভালো তো ঠোঁট ভিজতো ঠোঁটে
আবার কারণে অকারণে তোর মন খারাপ তো কান্না ভিজতো চোখে,
মনে পড়ে?
এখনো কি তেমনই আছিস তুই?
এখন কার ঠোঁট ভেজাস খুব হঠাৎ হঠাৎ?
কান্না মোছার কে আছে আজকাল?
বড্ড জানতে ইচ্ছে করে,
কিভাবে জানব বল?
কোথায় তুই আজ?
আমা হতে বহু বহুদূরে;
প্রেম করলি, যেচে পড়ে তুই
বিচ্ছেদ, তাও তো তোরই রে!
কেন?
একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়ে গেলো অন্তরে,
কখনো কারণটা জানা হবে কি?
উত্তরটা আমি সময়ের ওপরই ছেড়ে দিয়েছি;
আচ্ছা! এই যে আজ এত যুগ পরে তোকে চিঠি লিখছি!
চিঠিটা তো কখনো পোস্ট করাই হবে নারে!
কোনো হলুদ খামে ভরে,
কি করে করব বল?
এখন তো আর সেই লাল রঙ এর ডাকবাক্সর দিন নেই!
নেই তোর কোনও ঠিকানাও,
আজকাল কোথায় আর ডাকহরকরা?
চিঠিটা পাঠাবো কোথায় তাই বুঝছি না,
অবশ্য বোধবুদ্ধি আমার কখনোই তেমন ছিলো না
অর্ধমানব নামটা কিন্তু তোরই দেয়া;
তবুও আজ না হয় ঐ নীলের ঠিকানাতেই উড়িয়ে দিলাম চিঠিখানা!
যদি কখনো উড়ে তোর হাতে পড়েই যায়,
তবে এই অনেকগুলো কেন'র উত্তর জানিয়ে দিস আমায়;
দিবি তো?
উঁহু! আমি জানি তুই দিবি না
হয়তো মনে হাসবি
হয়তো মনে মনে বলবি
- সেদিন তোকে বিচ্ছেদ উপহার দিয়েছিলাম একটা ঘন বিরহের কবিতার জন্য
- এতদিন লাগলো লিখতে?
ঠিক বলছি কি?
তাও তো জানা হবে না।
২৯ মে, ২০২০
#কবিতা
ছবিঃ নেট থেকে সংগৃহীত
//////////////////////////////////////////////////////

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন