শুক্রবার, ২৯ মে, ২০২০

কাম বললেই দোষ




কাম বললেই দোষ
- যাযাবর জীবন

..............................

প্রেম কি?
কত কত কবিতা! কত গল্প! কত উপকথা!
কত কত গান! কত কাব্য-গাথা;
কবিদের উচ্ছ্বাসের শেষ নেই
লেখকদের গল্প উপন্যাসের
গীতিকারের অভাব হয় না গানের কথার
সুরকারের অভাব হয় না সুর গাঁথার!
আসলে প্রেম কি?
নিজেকে অনেক ভাবে প্রশ্ন করেছি;

একটাই উত্তর পেয়েছি সমস্ত প্রেম দেখে
একটাই উত্তর দিয়েছে আমার ভেতর থেকে
এক শব্দে প্রেম হলো কাম;

আচ্ছা বলো তো, প্রেম হয় কার কার মাঝে?
সাধারণত নর ও নারীতে
তবে আজকাল নারীতে নারীতেও বেশ প্রেম দেখি
প্রেম দেখি নর আর নরের মাঝে,
ওখানে শরীর নেই? কাম নেই?

প্রেম যদি শুধু কাব্যিক প্রেমই হতো তাহলে আমি বলবো কাব্যে শরীর আসে কেন?
কেন বারে বারে কবিতায় চোখ ছুঁয়ে ছুঁয়ে চোখ
গল্পে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে ঠোঁট
তারপর গলা বেয়ে নামতে নামতে বুক
বুক থেকে নেমে নাভির অনেক নীচে
তারপর তো উপন্যাসে ঠিকই টেনে নিয়ে যায় বিছানা দুজন দুজন'কে,
কবি সাহিত্যিকরা বলে প্রেমের লৌহদণ্ড ভিজছে রমণে
কি সুন্দর পাশ কাটানো কথা?
কাব্যিকদের চতুরতা;
আমি বাবা অতশত বুঝি না
আমার একদম সোজাসাপ্টা কথা,
আচ্ছা! পাঠকের মাঝে রসময় পড়ে নি কে?
কবিরা পড়েছে?
সাহিত্যিকরা পড়ে নি?
এ মা! ছিঃ! আর্য সমাজে ও নাম নিতে হয় কি?
স্কুলে কোন এক বাল্যকালে বইয়ের তলে......
ধ্যাত! দিলে তো ঘেঁটে ঘ করে!

আচ্ছা! শরীর আসলেই কি প্রেম নোংরা হয়ে যায়?
নাকি শারীরিক মিলনে প্রেমের সার্থকতা পায়?
তবে কাম শব্দটায় তোমাদের এত বিবমিষা কেন?
তোমরা শুধুই কামটুকুই পরেছ
তারপর আরো কিছু যে বলতে চেয়েছি আগে বাড়তে দিয়েছ?
তার আগেই চ্যাঁচামেচি করে দিলে তো সব গুবলেট করে
আগে বাপু পুরোটা তো শোনো!

কামের সাথে তো মনও আছে,
দুটি হৃদয়ের এক হতে হয়
দুটি মন কবিতা হতে হয়
কবিতার কথাগুলোতে সুর দিতে হয়
সুরের সাথে তাল মিলতে হয়, লয় মিলাতে হয়
তবেই না প্রেমের গান হয়!
আর প্রেমের সার্থক মিলন হয়!
আর নয়তো ধর্ষণ তো মানুষই করে,
কুকুরে করলে রমণ!
পশুতে কোথায় মন?

তাই বলে সব প্রেমিক তো আর কামুক নয়!
নাহ! কখনোই নয়;
আচ্ছা! প্রেমের সাথে কাম মেলালে কি হয়?

০৯ মে, ২০২০

#কবিতা











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন