ভ্রমণ
- যাযাবর জীবন
..............................
ভ্রমণ একটা নেশা,
যাদের আছে তারাই জানে;
এ নেশা সিগারেট, মদ কিংবা অন্যান্য মাদক থেকেও অনেক কড়া
যার রক্তে একবার পৃথিবী ডাকে, সে অস্থির হয়ে পড়ে
পৃথিবী দেখার তরে;
কত দেশই না দেখেছি!
ঘুরেছি মহাদেশ
কত শত বন জঙ্গল
কত হাজার পাহাড় সারি
দেখেছি কত কত মৃত সভ্যতা
একে একে দেখেছি পৃথিবীর বিভিন্না আশ্চর্যগুলো
দিনের পর দিন কত নদীতে বয়ে গিয়েছি
কত সাগর দিয়েছি পাড়ি;
কু ঝিক ঝিকে গড়িয়েছে শত শত মাইল রেলপথ
গাড়ির নীচে গড়িয়েছে হাজারে হাজারে মাইল পিচ ঢালা রাজপথ
মেঠো পথ হেঁটেছি দিগন্ত পর্যন্ত
হেঁটেছি সাগর তীর ধরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
তবুও কি নেশা কেটেছে
পায়ে যার সরিষা সে আবার কবে হেঁটেছে?
এত যে ঘুরেছি তবুও মনে হয়
ইশশ! আরেকটু যদি ঘুরতে পারতাম!
এইবারের ঘোরাটা বোধহয় ঠিকমত হয়নি
আসলে ঘুরতে বের হয়ে কখনই তৃপ্তি মেটেনি;
সিগারেট, মদ আর মাদকে কয় টাকাই বা খরচ হয়?
কিন্তু ভ্রমণ যার রক্তে
তাকে একবার জিজ্ঞাসা কর, কোথায় তার সঞ্চয়?
ঘুরতে গেলেই তো টাকা, ভ্রমণের একমাত্র বাধা;
ইশশ! আমার যদি একটা ডানা থাকতো!
ঝুম বৃষ্টিতে মেঘের ডানায় ডানা মেলানোটা স্বপ্ন হয়েই রয়ে গেলো
ভ্রমণ পিপাসুর পাখি মন
আদতে বাস্তবতায় তো মানুষেরই জীবন;
খুব ইচ্ছে করে একদিন পৃথিবী ঘোরা শেষ করে চাঁদে যাব
মঙ্গলে যাব
শনির বলয় ছোঁব
মানুষের সব স্বপ্ন কি আর পূরণ হয়?
তবে তোমরা দেখ! একদিন আমার সময় আসবে,
একদিন আমি ঠিকই উড়াল দেব
মস্ত দামী এক প্রাইভেট প্লেনে চড়ে
বিজনেস ক্লাসের সামনের সিটে বসে,
আরে ভেবো না তোমরা!
এ যাত্রায় আমার কোন খরচই হবে না
অথচ গোটা একটা রিজার্ভ প্লেন থাকবে শুধুই আমার জন্য
যাত্রী একমাত্র আমি,
আলোর বেগে আকাশ পাড়ি দিতে দিতে ছুটে যাব এক নতুন দেশে;
তারপর ভুলে যাব পেছনের সবকিছু,
সবকিছু পাওয়ার খুশি
যত কিছু না পাওয়ার হতাশা
সব আনন্দ, সব দুঃখ গাথা
সব
সব ভুলে গিয়ে নতুন এক দেশে পৌঁছে যাব
পৌঁছে যাব আমার নতুন গন্তব্যে;
তবে তোমাদের সাথে কিন্তু আমার আর দেখা হবে না,
মৃত্যুর দেশ থেকে কেও ফিরে আসে না।
১৪ মে, ২০২০
#কবিতা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন