শুক্রবার, ২৯ মে, ২০২০

স্বীকার করেছি কি ঋণ?



স্বীকার করেছি কি ঋণ?
- যাযাবর জীবন


একটা সময় ছিলো সবুজ সবুজ দিন
দিনের আকাশ নীল নীল, রাতে তারা ঝিলমিল
পাখির কিচিমিচি, বাচ্চাদের ছোটাছুটি
অফিস আদালত, সপ্তাহে দু একদিন ছুটি
পার্কে, বন্ধুর বাড়িতে, খুশি আর আড্ডায় মেতে
টাকা পয়সা বাড়ি গাড়িতে ভরপুর ছিলো আমার দিন
হে আল্লাহ্‌, শোকর করি নি সেদিন তোমার কাছে সে ঋণ

আজ বড্ড দুর্দিন, আজ আমাদের সময়টা খারাপ যাচ্ছে
আজ মহামারী মৃত্যুর হাহাকার, কবরের জায়গা হচ্ছে না লাশের সারি
তবুও আমরা তো বেঁচে আছি, এখনো খাচ্ছি দাচ্ছি ঘুমচ্ছি
মাথার ওপর ছাঁদটাও আছে বহাল তবিয়তে
কাটাতে হচ্ছে না অসহনীয় রাত হাসপাতালের মেঝেতে
এটা কি কম নাকি? আরে! এখনো ভালো আছি
এটা আল্লাহ্‌ তায়ালার কাছে অনেক বড় ঋণ;

আমরা আল্লাহ্‌কে ডাকি যখনই আমাদের দুর্দিন
আমরা বড্ড স্বার্থপর, হ্যাঁ আমাকেই বলছি; সুদিনে ওনাকে স্মরণ করেছি?
আমি তো করিনি! তুমি করেছ? তুমি, তুমি, তোমরা?
হাসি আনন্দে ভেবে নিয়েছিলাম, চিরদিন রয়ে যাবে এ সুদিন
অথচ যখনই বিপাকে, অসুখ বিসুখে; তখনই জায়নামাজে, সেজদায় পড়ে
দুহাত তুলে মোনাজাত ধরে, ওহে স্বার্থপর জাতি! কেন বারবার বলো; হে আল্লাহ্‌, দূর কর এই দুর্দিন
সুখের সময় ওনাকে স্মরণ করেছিলে কয়দিন? সেদিন তো স্বীকার করি নি তার ঋণ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন