টাকা টাকা
- যাযাবর জীবন
.........................................
টাকা টাকা টাকা টাকা টাকা............
টাকা টাকা করে জীবনটা শেষ করে দিচ্ছি, এক একজনা;
কি করব বলো?
টাকা ছাড়া তো জীবন চলেও না;
যার টাকা নেই সে বলে - "টাকায় কি না হয়?"
ঘুম থেকে উঠার পর থেকেই শুরু হয়
- খাবারে টাকা
- পোষাকে টাকা
- যাতায়াতে টাকা
- মাথা গোঁজার ঠাঁই এ টাকা,
এমন কি শান্তিতে ঘুমাতে চাও? এসিটা চালাও;
বিদ্যুৎ বিল দেবে কে?
- ওখানেও যে টাকা!
অথচ ঘর্মাক্ত পরিশ্রমের ফসল - মাস শেষে হাত ফাঁকা;
আর যার টাকা আছে সে বলে - "টাকায় কি হয়?"
এই যে গাড়ি, বাড়ি, সহায়, সম্পত্তি, মিল, ফ্যাক্টরি!
- শান্তি কোথায়?
- ঘুম?
এসির বাতাস ওদের ঘুম আনাতে পারে না,
এই যে এক এক জনের কাড়ি কাড়ি টাকা!
তবুও কিন্তু একবারও বলে না
- আর লাগবে না,
টাকার পাহাড়ের ওপর টাকার পাহাড় চাপায়
অথচ মুঠোটা খোলে না;
বড় অদ্ভুত আমরা
কারো অভাবের তাড়নায় দীর্ঘশ্বাস
কারো টাকার চাপে নাভিশ্বাস
নিজেদের মাঝে দুটো শ্রেণী করে নিয়েছি
- হ্যাঁ, মানুষ, মানুষই তো আমরা;
আচ্ছা! কখনো পশুতে পশুতে শ্রেণিভেদ দেখেছ?
- কাক আর কাকে?
- শেয়ালে শেয়ালে?
- সিংহে সিংহে?
ওরাও লড়ে
এক টুকরো মাংসের জন্য লড়ে
একজোট হয়ে,
আর আমরা?
আমরা লড়ি টাকার জন্য
- নিজেদের মাঝে শ্রেণিভেদ করে;
দুটি শ্রেণীর মানুষই আমরা টাকার পেছনে দৌড়চ্ছি
দৌড়চ্ছি আর দৌড়চ্ছি
ঊর্ধ্বশ্বাসে,
দম ফেলার সময় কোথায়?
অথচ একদিন হুট করে মৃত্যু নামক এক অচিন অতিথি এসে হাত ধরে বলবে,
- চল!
ও হে মানুষ!
সাথে কতটুকু নিয়ে যেতে পারব?
কখনো ভেবেছি কি?
১৯ মে, ২০২০
#কবিতা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন