পছন্দ আর অপছন্দের কারণ
- যাযাবর জীবন
জীবনে কত মানুষের সাথেই তো পরিচয় ঘটে!
কত কত পরিচিত মানুষ জীবনের বিভিন্ন অংশে ঘিরে থাকে
পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব; ব্যবসায়িক সম্পর্কের কিংবা শুধুই মুখচেনা;
আচ্ছা! কতজন আমাকে পছন্দ করে?
বেশিরভাগই পছন্দ করে স্বার্থে
অল্প কিছু নিঃস্বার্থ বন্ধুত্বে
পরিবার তো পরিবারই
আর কয়েকজন ভালোবেসে কারণ ছাড়াই;
মানুষের হৃদয় একটা আজব ঘর
এ ঘরটার এক কুঠুরিতে সে ঢুকিয়ে রাখে যারা তাকে পছন্দ করে
আর অন্য কুঠুরিতে যারা তাকে অপছন্দ করে,
তবে সত্যিকারের মানুষ চেনা!
বড্ড কঠিন,
হৃদয় পারে না;
তার
থেকে পাহাড় চেনা সহজ
সহজ সাগর চেনা
মেঘ চেনা
বৃষ্টি চেনা
আকাশ চেনা
আমি প্রকৃতি চিনতে পারি খুব সহজেই
মানুষ চিনতে পারি না;
ভালো সম্পর্কগুলো খারাপ হয় অর্থে
কত কত বন্ধুত্ব যে নষ্ট করে ফেলেছি টাকা ধার দিয়ে!
মুখের ওপর না বলতে পারাটাও মনে হয় একটা ভালো গুন
আমার মাঝে এই গুনটা শূন্যের কোঠায়,
ফলশ্রুতিতে তারা এখন আমার থেকে অনেক অনেক দূরে,
হঠাৎ সামনাসামনি দেখা হলে চমকে ওঠে
মুখ লুকায় ভীরের মাঝে,
আমি দেখেও না দেখার ভান করি
জানি এরা আর কখনোই ধার ফেরত দেবে না
অল্প কিছু অভাবে, আর বাকিগুলো স্বভাবে
আমি মনে মনে খুব হাসি, এদের মুখচোরা স্বভাবে;
তবে খুব অল্প দু-চারজন কেন যে আমায় অপছন্দ করে তা আমার আজো বোধগম্য হয় নি
মানুষের পছন্দের সুবাস যেমন টের পাওয়া যায়!
অপছন্দের দুর্গন্ধ আমি টের পাই অনেক অনেক দূর থেকে,
আমাকে তাদের অপছন্দ অবোধ্য কোনো এক কারণে;
হয়তো আমার চেহারা খারাপ
বেটে খাটো, ধুমসো মোটা
দাড়িওয়ালা, টাক-মাথা
কিংবা আমার চেহারায় মনে হয় তারা ভূত দেখে
কিংবা আরো খারাপ কিছু,
নাহলে শুধু শুধুই অপছন্দ করবে কেন?
তাও এতটা!
যার দুর্গন্ধ ভেসে আসে অনেক দূর থেকে নাকে;
তা যাই হোক!
আমি তো আর আমার চেহারা বদলাতে পারব না
বদলাতে পারব না স্বভাব
ঐ যে দু চারজন নিঃস্বার্থ বন্ধুবান্ধব
আমার পরিবার
আর দু চারজন অযাচিত ভালোবাসার মানুষ,
এদের নিয়ে খুব ভালো আছি আমি
এরাই আমার জীবনের সুবাতাস।
২৮ এপ্রিল, ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন