মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

স্বামী স্ত্রী সম্পর্ক - লিরিক

স্বামী স্ত্রী সম্পর্ক
- যাযাবর জীবন

বানাইছেন ওপরওয়ালা
মানব আর মানবীর সম্পর্ক
স্বামী স্ত্রী নাম দিয়া;
গাঁট বাইন্ধাছেন দুজনেতে
অদৃশ সুতায় ভালোবাইসা
বানছেন সম্পর্ক ওপর হতে
অনেক আশে ওপরওয়ালা;
সম্পর্কের বিড়ম্বমা
রিপুর তাড়না
তাইরে নাইরে তা না না না
মুখ মারে দুইজন পরের ক্ষেতে
পানি খায় দুইজন পর গোয়ালেতে
ওপর ওয়ালায় উপরে বইসা
দেখে ফাটল মানব সংসারে;
ওপরওয়ালা উপরে বইসা
দেখে মাইনসের রংতামাশা
সম্পর্ক কই দেহ বাসনা
রিপুর তাড়নায়
তা না না না;
স্বামী স্ত্রীর সম্পর্ক বানাইছিলেন
অনেক আশে ওপরওয়ালা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন