বিচ্ছেদের সূত্র
- যাযাবর জীবন
যখন হাত ছুঁয়ে দিস জলে
জলেতে টুংটাং,
যখন মন ছুঁয়ে দিস মনে
হৃদয়ে বাজে গান,
তবে কেন বিচ্ছেদের সময়
মনে হাহাকার জাগানিয়া গান?
বড্ড প্রগলভ হয়েছিলি সেদিন মিলনে,
ঠোঁটে ঠোঁট
হাতে হাত
হৃদয়ে হৃদয়
দেহতে দেহ,
প্রতিস্থাপনের প্রতিটি সূত্র মেনে;
বিচ্ছেদের সূত্র কি রে?
স্বপ্নের ভাঙা কাঁচে যখন রক্তাক্ত আমার পা
তোর তখন নতুন পথে নতুন পদযাত্রা,
বিচ্ছেদে কান্নার সূত্রটা শুধুই আমার একার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন