শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

একসাথে একমন



একসাথে একমন
- যাযাবর জীবন

যার সাথে ঠোঁটে ঠোঁট
যার সাথে মনে মন
যার সাথে হারাইয়াছি জীবন,
যার তরে বালুচর
যার তরে কাশ বন
আর বন জ্যোৎস্নায় একসাথে দুজন;
তুই আর আমি'তে
একপ্রাণ একমন
ভালোবাসায় জড়াজড়ি
শতাব্দী দিয়ে পাড়ি
দুজনে দুজন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন