অপেক্ষার ডাক
- যাযাবর জীবন
আজ কেন রে ডাক?
আজ কেন ডাক তোর মধুর স্বরে?
আজ কেন ডাক আপন করে?
গুনেছি অনেক অনেক অপেক্ষার ভোর
প্রতীক্ষায় বহু বহু রাত ভিজেছে চোখের জলে,
কেও আসে নি সেদিন
কেও আসে নি আমার ঘরে
কেও ডাকে নি সেদিন
কেও ডাকে নি বাহুডোরে;
তবে আজ কেন এ ডাক?
আজ আর শুনবো না ডাক
তোর চাঁদের রাত আজ না হয় একা ভেসে যাক;
আমি তো ভেসে বেড়াচ্ছি সেই কবে থেকেই
তোতে.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন