অন্বেষণ
- যাযাবর জীবন
উড়ে পাখি
ভাসে মাছ
দৌড়ায় মানুষ
খাদ্যান্বেষণে;
মন কেন উড়ে?
কেনই বা ভাসে কেনই বা ডুবে?
কেন চঞ্চল যখন তখন?
কোথায় মনের খাদ্যাহ্নেষণ?
সুখ দুঃখ
হাসি কান্না
প্রেম ভালোবাসা
মনের কত রকম অনুভব যখন তখন;
সুখে ভাসে সুখে উড়ে
দুঃখে ডুবে দুঃখে পুড়ে
প্রেমে, ডুবে ভাসে উড়ে পুড়ে
আর মনে ভালোবাসা যখন তখন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন