সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

চুমুর ঠোঁটে অভিমান



চুমুর ঠোঁটে অভিমান
- যাযাবর জীবন

অনেক শিখেছিস ঠোঁট বাঁকাতে
উনিশ থেকে বিশ
কথায় কথায় অভিমান
রাগের ঝাঁজে বিষ;

সকাল গড়িয়ে রোদ গড়ালো
সন্ধ্যে হলো অভিমান
এবার তো চুমু খা
ভালোবাসার দাম।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন