নৈঃশব্দ্যের দূরত্ব
- যাযাবর জীবন
মুখোমুখি
এক জীবন
চোখাচোখি
দুই নয়ন
তবুও যুগ যুগ
দুজন দু-ভবন,
নিঃশব্দ ভালোবাসায় কেটে যায়
দুজনার নৈঃশব্দ্যের সারাটি জীবন;
শুধু দুজন দুজনার চোখ চেয়ে
শুধু দুজন দুজনার পথ চেয়ে
শুধুই দুজন দুজনকে ভালোবেসে,
কোথাও না কোথাও
অল্প একটু দূরত্ব থেকেই যায়
দুজনার মাঝে,
পাড়ি দেয়া হয় না মাত্র অল্প কিছুটা পথ
হাত ধরে আর হাত ধরে
একসাথে আর একসাথে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন