নিঃশর্ত হারিয়ে যাওয়া
- যাযাবর জীবন
তুই কি অসুস্থ?
না তো!
তবে?
তবে কি?
তোর হাত দুটো ঠিক আছে?
হ্যাঁ, আছে;
তবে জড়িয়ে ধরছিস না কেন?
তোর ঠোঁটে ঘা হয়েছে?
না তো!
তবে চুমু খাচ্ছিস না কেন?
তোর মন ভালো আছে?
হ্যাঁ,
তবে প্রেম করতে বাঁধা কোথায়?
দীর্ঘশ্বাস ফেলে তুই বলেছিলি -
ভয় করে তোকে জড়িয়ে নিতে
যদি জড়িয়ে যাই তোতে,
ভয় করে তোর ঠোঁটে ডুবে যেতে
যদি হারিয়ে যাই তোতে,
বড্ড বেশী ভয় করে ডুবে যেতে তোতে
যদি আর কখনো আমার বলে কিছু না থাকে?
আরে বোকা সেদিন তো আমি মানেই তুই
আর তুইই আমি
যেদিন আমাতে ডুববি তুই
আর তোতে আমি;
তারপর............
আমরা নিঃশর্ত হারিয়েছিলাম
দুজন দুজনে,
সেই থেকে আজ অবধি
ডুবে আর ভেসে একসাথে
ভালোবেসে আর ভালোবেসে
দুজন দুজনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন