খেলা
- যাযাবর জীবন
সূর্য রাতের কোলে ঢলে পরলেই অন্ধকার
রাত সূর্যের মুখ দেখলেই আলো
নূপুর পায়ে হাসি ছলছল সাদা মেঘ খেলে আকাশে
আকাশের মুখভার তো মেঘ কালো বাতাসে
আমার মুখে হাসি তো তোর মনে কান্না
তোর অভিমানে আমার বেদনা
হাসি কান্না
সাদা কালো
সুখ দুঃখ
সব মিলেই জীবন-গাঁথা;
আমরা কেবলমাত্র দাবার গুটি সাদাকালো
খুব সুচিন্তিত খেলা খেলছে কেও অনেক ওপরে বসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন