ভালোবাসার যন্ত্রণা
- যাযাবর জীবন
যখনই তোর দিকে তাকাই
তখনই আমার সূর্যোদয়
তখনই আমার ভোর,
হাজার মানুষের ভীরে
আমার দিকে তাকানোর
সময় কোথায় তোর?
সূর্য ডুবে গেলে
কিংবা চাঁদ ঘুমানোর পরে
হয়তো তোর চোখ পড়ে অন্ধকারে;
আমি কোথায় সেখানে?
ভালোবাসার যন্ত্রণা বয়ে যেতে হয় আমাকেই, একা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন