শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

ভালোবাসার জলছবি



ভালোবাসার জলছবি

- যাযাবর জীবন

কিছু অন্ধকার আরাধনার
যেমন ঘুম
কখনো স্বপ্ন চোখে দেয় চুম,
কিছু সৌন্দর্য ক্যামেরায় আসে না
যেমন জ্যোৎস্না
তোর ঠোঁট হাসে, চোখে কান্না;
কিছু কিছু অনুভব চোখে দেখা যায় না
যেমন ভালোবাসা
সব ভালোবাসায় কবিতা হয় না
যেমন তুই;

জলে দাগ দিয়ে ভালোবাসার জলছবি এঁকে যাচ্ছিস তুই
আমি বৃষ্টির গান শুনি
পাথর খোদাই করে তোর প্রেমের কাব্য গাঁথা
পাহাড়ে কান্নার ধ্বনি;

তুই স্বপ্নে স্বপ্নে আমায় নিয়ে ভালোবাসার মালা গেঁথে চলেছিস
ভালোবাসা আমার সয় না,
মিলনের কাব্য আমার কলমে হয় না.........


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন