তুই'ময় তুই
- যাযাবর জীবন
প্রায়ঃশই এক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে
'তুই'টা কে?
কি করে আমি বোঝাই লোকে!
সূর্য যখন প্রতিদিন ঘুমের ঘোরে কপাল চুমে
আমি তখন তো'কে নিয়ে স্বপ্নঘুমে
তোর চুমু স্বপ্ন ভাঙ্গায় আমার ঠোঁটে;
যখন আমি খাবার টেবিলে
তুই গলদঘর্ম উনুনে
গরম খাবার আমার প্লেটে;
যখন আমি কাজের ভীরে
মোবাইলটা গান গেয়ে ওঠে
এই যে জনাব অনেক হয়েছে কাজ, এবার একটু বিরতি!
পেটে খানিক দানাপানি
তারপর না হয় আবার কর্ম;
অফিস শেষে রিক্সায় পা রাখতেই মোবাইলটা বেজে ওঠে
এই যে মশায়, পেট তো বেড়ে গেছে
এইটুকুই মাত্র তো পথ
এসো না চলে কদম হেঁটে
খুব অনীহা? আচ্ছা তবে সঙ্গী হলেম পথের সাথে;
সন্ধ্যে নামতেই দুজনার দিন পঞ্জিকা বণ্টন
হাসি আনন্দ খুনসুটি
তুই আমার চোখের নিদ রাতের হাসি
বুকের ভেতর জাপটে ধরে
ভেসে বেড়ানো মন সাগরে,
যেদিন অমাবস্যা তুই'ই আমার চাঁদনি
যেদিন জ্যোৎস্না দুজনা ছাদে, চন্দ্রস্নানে
আমি তোর কোলে শুয়ে
মাথায় তোর হাত বিলি
কতদিন যে ছাদের ওপর ঘুমিয়ে পড়েছি!
তুই'ও বোকার মত সারারাত মাথা কোলে ঠায় বসে
সকালে সূর্য চোখে চোখে লাগতেই ঘুম ভেঙে তোকে একঠায় বসা দেখি
তখনো মাথায় তোর হাতবিলি
আমার এলোমেলো চুলগুলি;
কতদিন রাগ করেছি ঘুম ভাঙ্গাসনি বলে!
তোর মুখে শুধুই হাসি।
ঘর আমার সংসার হলো তখন
জীবনে তুই এলি যখন
আর নয়তো
চন্দ্রে সূর্যে
রোদ বৃষ্টিতে
পাহাড়ে সাগরে
দিনরাত্রিতে মিলেমিশে
ছিল তো এক যাযাবর জীবন;
তুই অনুভব
তুই স্পর্শ
তুই সকাল
তুই দুপুর
তুই চাঁদ
তুই জ্যোৎস্না
তুই প্রেম
তুই ভালোবাসা
"তুই" যাযাবরের "তুই ময়" জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন