শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

ঈর্ষাহ্নিত দীর্ঘশ্বাস



ঈর্ষাহ্নিত দীর্ঘশ্বাস
- যাযাবর জীবন

তোর ভালোবাসার নিঃশ্বাসে
কংক্রিটের দেয়ালের ঈর্ষাহ্নিত দীর্ঘশ্বাস,
কখন জানি চেপে বসে আমার বুকে
দেয়াল ধ্বসে;

ঈর্ষা প্রলয়ঙ্করী ঝড়
নারীর ও ভালোবাসার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন