চক্রের চক্র
- যাযাবর জীবন
শুরুটা কোথায় ছিল
কোথায় গিয়েই বা শেষ হবে,
কে বলতে পারে?
কখনো হাসি
কখনো কান্না
কোথায় ভালোবাসা!
মায়া মরীচিকা,
কে ধরতে পারে?
যখন চাঁদ ভালোবাসি
ছুটি চাঁদনির পানে
চাঁদ আমায় রেখে সূর্যের টানে
দিন শেষে সূর্যের ঘুম রাতের গানে
রাত এসে চাঁদের মুখ চুমে
চাঁদনি হাসতেই তুই আমার মনে
চক্রাকারে ঘুরছি একে অপরের টানে;
ভালোবাসার টান!
কে বলতে পারে?
আমার জন্য তোর
কিংবা তোর জন্য আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন