শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

সিক্ত



সিক্ত
- যাযাবর জীবন

বলেছিলাম ঠোঁট ভেজাতে, চুমুর আদরে
কেন রে মন ভেজালি ভালোবেসে?
এখন যে দুপুর সূর্যেও মনে অন্ধকার ছায়
আর ভেজা চোখে বারবার ঘুম ভিজে যায়;

কেন আমার রাত ভেজালি চোখ ভিজিয়ে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন